অধিকারের দাবিতে বুধবার জঙ্গলমহল জুড়ে হুড়কা জাম ও বনধের ডাক দিয়েছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হুড়কা জাম পালিত হবে।
কুড়মিদের তফশিল উপজাতির তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। গত ১ লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ ও আরও কয়েকটি কুড়মি সংগঠনের ডাকে শুরু হয় ঘাঘর ঘেরা আন্দোলন। চলে রেল অবরোধ।
আন্দোলনকারীদের অভিযোগ, কুড়মি আন্দোলনকারী নেতৃত্বদের মিথ্যা মামলা দিয়ে আন্দোলনের কন্ঠ রোধ করার চেষ্টা চলছে। নবান্নে সরকারি ভাবে আন্দোলনকারীদের আমন্ত্রণ করে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, সিআরআই দপ্তরে আন্দোলনরত কুড়মি আন্দোলনকারীদের প্রতি অমানবিক আচরণের। এই সবের প্রতিবাদে এবং রাজ্য সরকারের তরফে কেন্দ্র সরকারের কাছে সংশোধিত সিআরআই তথা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট অবিলম্বে পাঠানোর দাবিতে চলছে জঙ্গলমহল বনধ। তবে অ্যাম্বুলেন্স, দমকল, দুধের গাড়ি, পানীয় জল, ঔষধের দোকান ও গাড়ি, ডাক্তার, সংবাদমাধ্যম সহ সমস্ত জরুরী পরিষেবাকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে।