BRAKING NEWS

Kurmi : ১ এপ্রিল থেকে কুড়মিদের ‘ঘাঘর ঘেরা’ আন্দোলনের ডাক জঙ্গলমহলে

সামনেই মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফর। তারই আগে নিজেদের দাবি আদায়ে আগামী ১লা এপ্রিল থেকে ফের আন্দোলনের ডাক দিয়েছে কুড়মি সমাজের সংগঠন। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে সমগ্র জঙ্গলমহল জুড়ে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করে আসছেন কুড়মিরা। মূল দাবিগুলি – কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা। এই দাবি আদায়ে রবিবার খড়গপুরের খেমাশুলিতে কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ নামে এক কুড়মি সংগঠনের সমাবেশ থেকে ‘ঘাঘর ঘেরা’র ডাক দেওয়া হয়েছে। সভায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার নেতৃত্বরা ছাড়াও ছিলেন ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের কুড়মি সংগঠনের নেতারা। আগামী ১ এপ্রিল থেকে জঙ্গলমহল জুড়ে বাজনা বাজিয়ে, জমায়েত করে রাস্তা অবরোধের মাধ্যমে ‘ঘাঘর ঘেরা’ করা হবে।

Medinipur : সেলস রিপ্রেজেনটেটিভদের রাজ্য সম্মেলন, ন্যূনতম মজুরি সহ একাধিক দাবি গৃহীত

সংগঠনটির তরফে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে কেন্দ্র সরকারের কাছে সংশোধিত সিআরআই তথা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট পাঠানোর কথা যা কুড়মিদের আদিবাসী তালিকা ভুক্তির স্বপক্ষে সওয়াল করবে। এই রিপোর্ট পাঠানোর দাবিতে গত বছরের সেপ্টেম্বর মাসে খেমাশুলিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ করেছিল কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ সহ একাধিক কুড়মি সংগঠন। রাজ্য সরকার আশ্বাস দেয়, আগামী তিন মাসের মধ্যে সিআরআই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হবে। এরপর অবরোধ আন্দোলন তুলে নেন আন্দোলনকারীরা৷ কিন্তু এখনও সেই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয়নি বলে অভিযোগ কুড়মি সংগঠনটির। তাঁদের আন্দোলন এখন রাজ্য সরকারের বিরুদ্ধে বলেই রেলকে ছাড় দেওয়া হয়েছে বলে দাবি। আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এপ্রিল মাসের প্রথম দিন থেকে শুরু হবে আন্দোলন।

Medinipur : আশাকর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন পুরসভায়, স্থায়ী বেতন-ভাতা সহ একাধিক দাবি