Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ ৯ জনের ১৪ দিনের পুলিশি হেফাজত, সিবিআই তদন্তের দাবি

Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ ৯ জনের ১৪ দিনের পুলিশি হেফাজত, সিবিআই তদন্তের দাবি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় কুড়মি আন্দোলনের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ মাহাতো সহ ৯ জন গ্রেপ্তার হয়েছেন। ধৃতদের সোমবার ঝাড়গ্রাম জেলা দায়রা আদালতের বিচারক ১৪ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ধৃত কুড়মি নেতাদের সম্পূর্ণ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

সোমবার ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ মাহাতোকে আদালতে পেশ করার সময় তিনি শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে আইন ও বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে সত্য উদঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

গত শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনী এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। “চোর! চোর” স্লোগান সহ বিক্ষোভ দেখাতে থাকেন কুড়মি সংগঠনের আন্দোলনকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের শেষের দিকে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ছিল। অভিযোগ, মন্ত্রীর গাড়ি ও কনভয়ের অন্যান্য গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইঁট পাটকেল। তৃণমূল কর্মী সমর্থকদের গাড়িতে লাঠি হামলা চালানো হয় বলেও অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিআইডি।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ