Kurmi Protest : ৪ দিন স্তব্ধ রেল, বন্ধ হতে পারে ডালমিয়া সিমেন্ট কারখানার উৎপাদন

Kurmi Protest : ৪ দিন স্তব্ধ রেল, বন্ধ হতে পারে ডালমিয়া সিমেন্ট কারখানার উৎপাদন

জঙ্গলমহল জুড়ে চলছে কুড়মি সমাজের আন্দোলন। ঘাঘড় ঘেরায় বিপর্যস্ত যোগাযোগ। প্রায় চারদিন ধরে স্তব্ধ রেলপথ৷ অবরুদ্ধ জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে কাঁচামালের অভাবে বন্ধ হওয়ার মুখে পশ্চিম মেদিনীপুরের শালবনীর ডালমিয়া ভারত সিমেন্ট কারখানার উৎপাদন।

বিগত ৮ দিন ধরে কুড়মি সমাজের আন্দোলনে স্তব্ধ জঙ্গলমহল। কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ। ১ লা এপ্রিল থেকে সমাজের ডাকে শুরু হয়েছে ঘাঘর ঘেরা আন্দোলন। ৪ এপ্রিল থেকে অবরুদ্ধ খেমাশুলির ৬ নম্বর জাতীয় সড়ক। বুধবার থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও পুরুলিয়ার কুস্তাউরে চলছে নিরবিচ্ছিন্ন রেল অবরোধ। তার জেরে ৫ এপ্রিল থেকে শত শত ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। এই পরিস্থিতিতে কাঁচামালের অভাবে সংকটে ডালমিয়া সিমেন্ট কারখানার উৎপাদন৷

আরও পড়ুন:  Paschim Medinipur : রাজ্য সড়কে দুর্ঘটনা, দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ

শালবনীর ডালমিয়া ভারত সিমেন্ট কারখানার তরফে জানা গিয়েছে, কারখানার কাঁচামালের ভাঁড়ার তলানিতে৷ কোম্পানিতে ওড়িশার সুন্দরগড় থেকে আসে স্প্লিন্টার এবং টাটা থেকে আসে স্ল্যাগ। কিন্তু নিরবিচ্ছিন্ন রেল ও জাতীয় সড়ক অবরোধের জেরে তা আসছে না৷ ফলে উৎপাদন স্তব্ধ হতে পারে কারখানায়। এছাড়াও জানা গিয়েছে, অবরোধের কারণে কাঁচামালের সমস্যা দেখা দিচ্ছে পশ্চিম মেদিনীপুরের আরও অনেক কারখানায়৷ কাঁচামাল না মিললে সেখানেও উৎপাদন স্তব্ধ হতে পারে। ফলে কুড়মিদের আন্দোলন ক্রমশ চিন্তা বৃদ্ধি করছে রাজ্য সরকারের।

আরও পড়ুন:  Kurmi Rail Block: কুড়মিদের রেল অবরোধে স্তব্ধ রেল, জঙ্গলমহল অবরুদ্ধ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ