লালগড়ের ধরমপুরে দলীয় সভায় যাওয়ার পথে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও করে রবিবার বিক্ষোভ দেখায় কুড়মি সমাজের ঘাঘর ঘের কমিটি। তারই জেরে সোমবার “বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেবো” বলে কুড়মিদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কুড়মিদের তরফেও।

কুড়মি আন্দোলনকারীদের তরফে দিলীপ ঘোষকে রবিবার ঘেরাও করে বিক্ষোভ ও বাদানুবাদের জের বজায় রইলো সোমবারও। বিক্ষোভে কুড়মিদের তরফে দিলীপের কাছে জানতে চাওয়া হয়, তিনি কুড়মি সমাজের জন্য কী করেছেন? খেমাশুলির আন্দোলনে চাল-ডাল পাঠিয়ে কুড়মিদের খাওয়ানোর দাবি করেন দিলীপ। এই বক্তব্যের বিরোধীতা করে প্রমাণের দাবি জানিয়ে দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেয় কুড়মিরা। তারই প্রেক্ষিতে সোমবার ফের মুখ খুললেন দিলীপ ঘোষ।

জনপ্রিয় খবর:  Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

সোমবার দিলীপ ঘোষ বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।” তিনি আরও বলেন, “হিম্মত শ্রীকান্ত মাহাতোকে আর যত মাহাতো বিধায়ক, সাংসদ আছে ইস্তফা করাক। আমি সঙ্গে আছি থাকবো। আমার এলাকায় যারা ধর্ণা দিয়েছিল দিনের পর দিন আমি তাদের সহযোগিতা করেছি। ওনারা চাইলে নাম-ধাম আমি সংবাদমাধ্যমের সামনে বলবো!”

জনপ্রিয় খবর:  Rajesh Mahata : আটকের পর বদলি! মেদিনীপুরের শিক্ষক রাজেশের নতুন স্কুল কোচবিহারে

এই বক্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে কুড়মি সমাজের তরফে। সাহায্য নেওয়া কুড়মি নেতাদের নাম প্রমাণ সহ প্রকাশের জন্য দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ জানিয়েছেন কুড়মি আন্দোলনকারীরা। দিলীপ ঘোষ জনপ্রতিনিধি সে কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণের প্রশ্ন করার অধিকারের কথাও বলা হয়েছে। প্রশ্ন করা হয়েছে, কুড়মি জনপ্রতিনিধিদের মতোই তিনিও কুড়মিদের ভোট পাওয়ার পরে তাঁর ভোটারদের প্রতি দায়িত্বের বিষয়েও।