চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

তৃণমূল বিধায়ক তথা দলের জেল কো-অর্ডিনেটর অজিত মাইতির কুড়মি নেতাদের সম্পর্কে ‘খালিস্থানি’ মন্তব্যকে কেন্দ্র করে ক্রমশ অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে জঙ্গলমহলে। রবিবার কুশপুত্তলিকা দাহ করার পর এদিন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর শালবনীর বাড়ি ঘেরাও কুড়মি বিক্ষোভকারীদের। সঙ্গে বাড়ির অদূরে পড়লো পোস্টার, পোড়ানো হল মন্ত্রীর কুশপুত্তলিকা ও ছবি। ক্ষমা না চাওয়া পর্যন্ত অজিত মাইতিকে জঙ্গলমহলের জেলাগুলিতে কুড়মিদের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল থেকে অজিত মাইতির ‘খালিস্থানি’ মন্তব্যের প্রতিবাদে মঞ্চে উপস্থিত তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর শালবনীর চকতারিনীর বাড়ি ঘেরাও করেন কুড়মি সমাজের বিক্ষোভকারীরা৷ বাড়ির অদূরে পোস্টারও দেওয়া হয়েছে। সেখানে অবিলম্বে অজিত মাইতিকে ক্ষমা প্রার্থনা করতে হবে বলে দাবি জানানো হয়েছে। রাজ্য সরকারকে ‘কুড়মি বিরোধী’ আখ্যা দিয়ে হুশিয়ার করাও হয়েছে। এছাড়া কুড়মিদের তরফে জঙ্গলমহলের জেলাগুলিতে নিষিদ্ধ করা হয়েছে অজিত মাইতিকে।

জনপ্রিয় খবর:  Kurmi Jhargram : রাজেশ মাহাতো সহ ৯ জন নেতার গ্রেপ্তারির প্রতিবাদে মিছিল কুড়মিদের

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার অজিত মাইতি এক সভায় বলেন, “আমরা কুড়মিদের বিপক্ষে নই। কিন্তু স্বঘোষিত কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্থানি নেতাদের মত কুড়মিদের ভুল বোঝাচ্ছেন।” সেই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোও। কুড়মি নেতাদের খালিস্থানি নেতাদের সঙ্গে তুলনা করে মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কুড়মিদের তরফে তীব্র প্রতিবাদ শুরু হয়। রবিবার শিলদায় অজিত মাইতির কুশপুত্তলিকা দাহ হয়। উঠেছে ক্ষমা চাওয়ার দাবি। তারই মধ্যে রবিবার দাসপুরে ফের অজিত মাইতি নিজের পূর্বতন মন্তব্যকে সমর্থন করে বলেন, দুই জন কুড়মি নেতা প্রসঙ্গে ‘খালিস্থানি’ মন্তব্য করেছেন তিনি এবং আদিবাসী-কুড়মি সম্মেলন করে যোগ্য জবাব দেওয়া হবে। ইতিমধ্যে রবিবার সাংবাদিক বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। সেখানে সরাসরি অজিত মাইতির বক্তব্যের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ” একজন সিনিয়র নেতৃত্বের কাছ থেকে যে কথা আমরা পেয়েছি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক!” তিনি জানিয়েছেন, বিধায়কের এই মন্তব্য দল সমর্থন করে না। অজিত মাইতির ক্ষমা চেয়ে নেওয়াও উচিৎ বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় খবর:  Kurmi Arrest : গ্রেপ্তার আরও এক কুড়মি নেতা, কনভয়ে হামলার ঘটনায় মোট ১১ জন গ্রেপ্তার