BRAKING NEWS

Kurmi : আরও তীব্র কুড়মি আন্দোলন, দল ছাড়ছেন রাজনৈতিক নেতারা

একাধিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ। এর আগে রাজ্যের শাসক দলকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের তরফে। আহ্বান জানানো হয়েছিল সমাজের স্বার্থে রাজনৈতিক পদ পরিত্যাগের। এবার সেই ডাকে সারা দিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক পদ পরিত্যাগ করলেন একগুচ্ছ কুড়মি আন্দোলনকারী। সেই সঙ্গে দলও ছেড়েছেন তাঁরা।

খেমাশুলির ‘মরদ_মঞ্চে’ কুড়মি সামজের ঘাঘর ঘেরা আন্দোলনের অন্যতম ‘মরদ ঢুঁড়া’ কর্মসূচিতে সাড়া দিয়ে কুড়মি সমাজের দাবিকে প্রাধান্য দিলেন ১২জন। দল ছেড়েছেন-
আশীষ মাহাতো (দল- তৃণমূল, বুথ সভাপতি, খেমাশুলি), সন্দীপ মাহাতো (দল- তৃণমূল ল, বুথ সভাপতি, কাঁটাশোলা), বাদলচন্দ্র মাহাতো (দল- বিজেপি, প্রধান, ১নং অর্জুনী অঞ্চল), সুনীল মাহাতো (বিজেপি, মন্ডল সম্পাদক, খড়গপুর ১), শান্তনু মাহাতো (জাতীয় কংগ্রেস, সহ-সভাপতি, খড়গপুর ১ ব্লক), অশোক মাহাতো(দেবু) (তৃণমূল, যুব সভাপতি, খেমাশুলি বুথ ১), পবিত্র মাহাতো (সিপিআইএম, সভাপতি, ক্ষুদামার গ্রাম কমিটি), কৃষ্ণপদ মাহাতো (বিজেপি, মন্ডল সভাপতি, ওবিসি মোর্চা, খড়গপুর ১), অজিত মাহাতো (বিজেপি, বুথ সভাপতি, খেমাশুলি ১), দীপক মাহাতো (বিজেপি, পঞ্চায়েত সদস্য, কাঁটাশোলা), বিদ্যুৎ মাহাতো (বিজেপি, বুথ সদস্য), ধর্মেন্দ্র মাহাতো (বিজেপি, সদস্য, ঝাড়গ্রাম জেলা)।

প্রসঙ্গত উল্লেখ্য, কুড়মিদের তফশিল উপজাতির তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। গত ১ লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ ও আরও কয়েকটি কুড়মি সংগঠনের ডাকে শুরু হয় ঘাঘর ঘেরা আন্দোলন। রাজ্য সরকারের কাছে সংশোধিত সিআরআই রিপোর্ট কেন্দ্রে পাঠানোর দাবি জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে।

Leave a Reply