BRAKING NEWS

Kurmi Jhargram : বিরবাহার গাড়ির কাঁচ ভাঙলো ইঁটে, কুড়মি বিক্ষোভে উত্তপ্ত শালবনী

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির মধ্যেই কুড়মি বিক্ষোভে উত্তাল ঝাড়গ্রাম। শালবনীতে কনভয়ে হামলার অভিযোগ কুড়মি বিক্ষোভকারীদের বিরুদ্ধে। উড়ে এলো ইঁট পাটকেল। রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে কুড়মি বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ভেঙেছে মন্ত্রীর গাড়ির কাঁচ। এক ব্যক্তির চোখ আহত ভাঙা কাঁচে৷ তিনি মন্ত্রীর গাড়িতে ছিলেন বলে একাংশের অনুমান। মন্ত্রী বিরবাহা হাঁসদার হুঁশিয়ারি, “কুড়মি নেতাদের এই ঘটনার দায় নিয়ে জবাব দিতে হবে!”

শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনী এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। “চোর! চোর” স্লোগান সহ বিক্ষোভ দেখাতে থাকেন কুড়মি সংগঠনের আন্দোলনকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের শেষের দিকে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ছিল। অভিযোগ, মন্ত্রীর গাড়ি ও কনভয়ের অন্যান্য গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইঁট পাটকেল। তৃণমূল কর্মী সমর্থকদের গাড়িতে লাঠি হামলা চালানো হয় বলেও অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। কাঁচ ভেঙে চোখে ঢুকে আহত হয়েছেন এক ব্যক্তি। তিনি মন্ত্রীর গাড়িতে ছিলেন বলে অনুমান একাংশের।

ঘটনার পরেই তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী বিরবাহা। তিনি বলেন, “এটি জাতিগত আন্দোলন হতে পারে না। জাতিগত রাজনীতি এত নোংরা হয় না!” এই হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে তিনি জানিয়েছেন, “আমরা এই ঘটনার জবাব চাইবো। কুড়মি সম্প্রদায়ের কোনো নেতাকে ছাড়বো না। একজনের চোখ নষ্ট হতে বসেছে। কুড়মি সমাজের যত নেতা আছেন, এর দায় তাঁদের নিতে হবে।” অন্যদিকে কুড়মি নেতাদের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বহিরাগতরা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ অনেকের। তৃণমূলের একাংশের তরফে বিজেপির প্ররোচনার দিকে আঙুল তোলা হয়েছে।

গত মাস থেকে রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু জঙ্গলমহলে কর্মসূচি প্রবেশের পর থেকেই দফায় দফায় কুড়মি সমাজের বিক্ষোভের সামনে পড়তে হয়েছে তাঁকে। কুড়মিদের ঘাঘর ঘেরায় গাড়ি থেকে নেমে কুড়মি নেতাদের বক্তব্যও শুনেছিলেন তিনি। গত ২৩ মে বাঁকুড়ার খাতরার রাস্তায় পুকুরিয়াতে কুড়মি সমাজের আন্দোলনকারীরা একত্রিত হয়েছিলেন। বনকাটায় কুড়মিদের তরফে ঘাঘর ঘেরা করা হয় তাঁর কনভয়। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন অভিষেক। আন্দোলনকারীরা তাঁদের দীর্ঘদিনের দাবি ও সিআরআই জাস্টিফিকেশানের বিষয়ে জানান অভিষেককে।

Leave a Reply