Ice Fall at Medinipur : বরফের বিশাল খণ্ড আকাশ থেকে মাটিতে, ডেবরায় চাঞ্চল্য

Ice Fall at Medinipur : বরফের বিশাল খণ্ড আকাশ থেকে মাটিতে, ডেবরায় চাঞ্চল্য

দক্ষিণবঙ্গে শীত অতীত! বসন্ত সমাগত! পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে গাছে নুতন পাতা, আগুনে পলাশের সমাগম। দিনের বেলায় ক্রমশ তীব্র হচ্ছে রোদের ঝাঁঝ! এরই মধ্যে অবাক করা ঘটনা। আকাশ থেকে হঠাৎ খসে পড়লো ১০-১২ কেজি ওজনের বিশাল বরফ খণ্ড। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালকচক মলিঘাটী ৭নং এলাকায়।

জানা গিয়েছে, শনিবার সকাল ৮ টা নাগাদ বালকচক মলিঘাটী ৭নং এলাকার বাসিন্দা বৃদ্ধ নকুল জানা বাড়ির উঠোনের সামনে চেয়ারে বসেছিলেন। সেই সময় হঠাৎই আকাশ থেকে এক বিশাল আকৃতির বরফের খণ্ড তাঁর পায়ের সামনে এসে পড়ে। বরাত জোরে রক্ষা পান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি বরফের খণ্ডটির আনুমানিক ওজন প্রায় ১০-১২ কেজি। ইতিমধ্যেই সেই বরফ খণ্ডের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

আরও পড়ুন:  Garbeta : ফের কঙ্কাল কান্ড! সুশান্ত ঘোষের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে থানায় তৃণমূলের শ্যামল

আবহাওয়াবিদদের বক্তব্য অনু্যায়ী, ভূপৃষ্ঠের বাতাস উত্তপ্ত হয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। তাতে উপস্থিত জলীয় বাষ্প ক্রমে ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয়। সেই মেঘ উপরে উঠে শীতল হলে তাতে উপস্থিত জলীয় বাষ্প পুনরায় জলে পরিণত হয় ও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। কিন্তু মেঘ উপরে উঠে হঠাৎ অতিদ্রুত তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গেলে জলীয় বাষ্প জল থেকে জমে বরফে পরিণত হয়, যা শিলার আকারে মাটিতে নেমে আসে। অনুমান, কোনো কারণে মেঘস্থিত বেশি পরিমাণ জল অতিদ্রুত হিমায়িত হয়ে বড় আকারের বরফ খণ্ডে পরিণত হয়ে ছিল। যা ডেবরার আকাশ থেকে নেমে এসেছে মাটিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ