চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

তৃণমূলের জনজোয়ার কর্মসূচির প্রাক্কালে ভার্চুয়াল মাধ্যমে চলছিল তৃণমূল ছাত্র পরিষদের মিটিং। উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য স্তরের নেতারা। সেই সময়েই উঠলো ‘চোর চোর’ স্লোগান। সেই সঙ্গে তীব্র ভাষায় আক্রমণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মিটিং এর মাঝেই ভেসে এলো বিভিন্ন মেসেজ।

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন ছাত্র সভাপতি সৌরভ চক্রবর্তী, ঘাটাল ও পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার ছাত্র সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও সৈয়দ মিলু, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী এবং অন্যান্য ব্লক ও জেলা স্তরীয় নেতৃত্বদের উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের কোর কমিটির ভার্চুয়াল মাধ্যমে বৈঠক চলাকালীন হঠাৎই স্লোগান উঠে “চোর চোর চোরটা অভিষেকের পিসিটা।” শুধু তাই নয় কয়লা, ত্রিপল চুরি সহ একাধিক অভিযোগে নেতৃত্বকে বিদ্ধ করে আক্রমণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য তৃণমূলের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্যকে। ভেসে আসে বিভিন্ন শ্লেষাত্মক ও আক্রমণাত্মক মেসেজ।

জনপ্রিয় খবর:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল বা তৃণমূল ছাত্র পরিষদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাসের কটাক্ষ, “চোরেদের বৈঠকে চোর স্লোগান তো উঠবেই। বাংলার মানুষ এতদিন বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর! আজকে তাঁদের দলের লোকেরাই বলতে শুরু করেছেন ‘চোর’! তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও আজ বুঝতে পেরেছেন তাঁদের বড় বড় নেতারা সব ‘চোর’!”

জনপ্রিয় খবর:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার