সোমবার সকালে অফিসের সময়ে হাওড়া-খড়গপুর শাখায় সাময়িক ব্যাহত হল ট্রেন চলাচল। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরে ট্রেন চলাচল শুরু হলেও স্বাভাবিকের চেয়ে দেরীতে চলছে ট্রেন।

জানা গিয়েছে, এইদিন সকালে ঘোড়াঘাটা ষ্টেশনের কাছে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইঁট বোঝাই ম্যাটাডোর খারাপ হয়ে যায়। খড়গপুর-হাওড়া শাখায় দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। ঘটনাস্থলে আসেন রেলের কর্মীরা। বেশ কিছু সময় পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ম্যাটাডোরটির ইঁট খালি করে ঠেলে সরানো হয় রেল লাইন থেকে।

খড়গপুর-হাওড়া শাখায় ফের ট্রেন চলাচল শুরু হলেও ট্রেন বন্ধ থাকার কারণে বেশ কিছু সময় দেরিতে চলছে ট্রেনগুলি। এর ফলে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।