BRAKING NEWS

Medinipur : কড়া নিরাপত্তার শুরু মাধ্যমিক, কমেছে পরীক্ষার্থী, হেল্পলাইন নম্বর জেলা পুলিশের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কড়া নিরাপত্তায় মেদিনীপুরে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার ছিল এবারের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। সকালেই শহরের স্কুলগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় পরিলক্ষিত হয়। ছিলেন পুলিশ কর্মীরাও।

সারা রাজ্যেই এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুরও। জেলায় এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৮২৭৬ জন। ছাত্রী ২০০৯০ জন ও ছাত্র ১৮১৮৬ জন। গত বছর জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৯২৩ জন। এই বছর পরীক্ষার্থী কমেছে ২১ হাজারের বেশি। মোট ১৩১ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে৷প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনও রকম ভাবে কোনোপ্রকার মাইক বা বাদ্যযন্ত্র বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে নিকটবর্তী জেরক্স সেন্টারগুলিও। পরীক্ষার্থী ও গার্ড হিসেবে থাকা শিক্ষকদের মোবাইল ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। জেলা স্বাস্থ্য দফতরের তরফে প্রস্তুত থাকছে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।

Elephant Death : জমিতে তার জড়ানো হস্তিশাবকের দেহের ছবি সমাজমাধ্যমে, মৃত্যু ঘিরে সাঁকরাইলে রহস্য

অন্যদিকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে। পরীক্ষার্থীরা কোনরকম সমস্যার সম্মুখীন হলে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা হলে জেলা পুলিশের তরফ থেকে চালু করা ৮০০১০০৭৮৬৮ নম্বরে ফোন করে সমস্যার বিষয়ে জানাতে পারবে।

Railway update : শালবনি-গড়বেতা সহ ১৫টি স্টেশনে লিফট ও এসকালেটর, লিফটের উদ্বোধন বাঁকুড়া স্টেশনে