BRAKING NEWS

Madhyamik Examinee Accident : পাঁচখুরিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি দুর্ঘটনায়, আহত ৯ জন ছাত্রী

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়লো মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি। ঘটনাটি ঘটেছে, মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত পাঁচখুরি এলাকায়। ৯ জন দুর্ঘটনায় আহত হলেও ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গিয়েছে, ৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী একটি মারুতি ভ্যানে কেশপুরের দোগাছিয়া এলাকা থেকে এলাহিগঞ্জের পরীক্ষা কেন্দ্রে এসেছিল। কিন্তু পরীক্ষা দিয়ে ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে এক সাইকেল আরোহী মারুতির সামনে চলে এলে তাঁকে বাঁচাতে গিয়ে মারুতিটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ছাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Keshpur : নাবালিকার বিয়ে আটকালো কন্যাশ্রী ক্লাব, প্রশংসায় এলাকাবাসী

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমারের তরফে জানানো হয়েছে, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ৬ জন ছাত্রীকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। ৩ জন ছাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।