Egra Mamata : খাদিকুলের ঘটনায় ‘মাথানত করে’ ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

Egra Mamata : খাদিকুলের ঘটনায় 'মাথানত করে' ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার জন্য “মাথানত করে ক্ষমা” চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দিলেন একাধিক প্রশাসনিক বার্তা। শনিবার ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দেন ক্ষতিপূরণের চেক৷ এইদিন এগরার ঘটনায় প্রশাসনর ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১১ জনের। ঘটনায় গুরুতর আহত হয়ে ওড়িশা পালিয়ে সেখানের হাসপাতালে ভর্তি হন কারখানার মালিক ভানু বাগ। তাঁর হদিস বের করে সিআইডি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ওড়িশার হাসপাতালেই মৃত্যু হয় ভানু বাগের। ঘটনার ১১ দিন পর এগরায় এসে নিহতদের পরিবারগুলির হাতে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিহতদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের নিয়োগ দিচ্ছে রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী শনিবার খাদিকুলবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি এখানে জনসভা করতে আসিনি। তবে একটু আগেই আসা উচিত ছিল। কিন্তু কয়েক দিন আকাশ মেঘলা ছিল, তাই পরিস্থিতি আমায় অ্যালাউ করেনি। তবে আজ সকালেও যখন বৃষ্টি হচ্ছে আমরা রিস্ক নিয়ে বেরিয়ে এসেছি। আমাকে আসতেই হবে একবার। এই ঘটনার জন্য আমি আপনাদের সকলের কাছে মাথানত করে ক্ষমা চাইছি।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “এটা আমার হাতে ছিল না, আপনার হাতেও ছিল না। কিন্তু অবৈধ বাজি তৈরি করা ঠিক নয়। যিনি এসব তৈরি করতেন তিনিও মারা গিয়েছেন। তাঁর পরিবারের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।”

খাদিকুলের বিস্ফোরণের ঘটনার পর এগরা থানার ওসিকে বদলি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “নতুন ওসি এসেছে। আগে যিনি ছিলেন, তাঁকে বলা সত্ত্বেও তিনি অ্যাকশন নেননি বলে শুনেছি। সঠিক সময়ে ইন্টেলিজেন্স করলে এমন জিনিস ঘটত না।” অবৈধ বাজি তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে নজর রাখতে ও প্রয়োজনে ওসিকে জানাতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। ওসি ব্যবস্থা না নিলে ওসিকে বদলি করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিহতদের পরিবার থেকে হোমগার্ডে চাকরি পাওয়া সদস্যদের নিজের এলাকায় বর্ডাল সিল করার কাজে নিযুক্ত করার পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ