নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিতে পশ্চিম মেদিনীপুর আসার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ২৭ মে শালবনী স্টেডিয়ামে হতে চলা তৃণমূলের সমাবেশ ও দলীয় নির্বাচনে যোগ দেওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ মে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হচ্ছে নবজোয়ার যাত্রা। ঐ দিন কেশিয়ারি থেকে শুরু হবে যাত্রা। এরপর শালবনী স্টেডিয়ামে তৃণমূলের অধিবেশন ও দলীয় নির্বাচন। শালবনী স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর যোগদানের সম্ভাবনা।

জনপ্রিয় খবর:  Jhargram : কুড়মিদের কাছে দুঃখ প্রকাশ তৃণমূলের জেলা সভাপতির, বিতর্কিত মন্তব্যের জের

প্রশাসনিক সূত্রে খবর, মেদিনীপুর সমাবেশের দিন হেলিকপ্টার যোগে আসতে পারেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর শহরে ও শালবনী স্টেডিয়ামের কাছে দুটি পৃথক হেলিপ্যাড প্রস্তুত রাখা হচ্ছে। সমাবেশে যোগদানের পর সড়ক যোগে মেদিনপুর সার্কিট হাউসে এসে রাত্রিযাপনের সম্ভাবনা তৃণমূল নেত্রীর। পরের দিন সড়ক যোগে তিনি এগরার উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।

 

জনপ্রিয় খবর:  Bayron Biswas : বায়রনকে তৃণমূলের উপহার! নিরাপত্তায় রাজ্য পুলিশ