চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বারংবার সতর্ক করা হচ্ছে রেলের তরফে। চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। সতর্ক করছে পুলিশ প্রশাসন। কিন্তু কাকস্য পরিবেদনা। কানে হেডফোন লাগিয়ে লাইন পারাপার কমছে না। এইভাবে লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুরের খড়িদা রেলগেটে।

জানা গিয়েছে, সোমবার সকালে খরিদায় রেলগেট বন্ধ হওয়ার পরও কানে হেডফোন লাগিয়ে লাইন পারাপারের চেষ্টা করেন সাহিল আগারওয়াল নামে এক ব্যক্তি। সে সময় হঠাৎই একটি লাইনে হাওড়া-মেদিনীপুর লোকাল ও অপর একটি লাইনে মেদিনীপুর-হাওড়া লোকাল চলে আসে। ট্রেনের ধাক্কায় খরিদা গেটের সামনেই ছিটকে পড়েন ঐ ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

জনপ্রিয় খবর:  Medinipur : কলাইকুণ্ডা থেকে বিমান উড়বে যাত্রী নিয়ে, ছাড়পত্র বায়ুসেনা ও কেন্দ্রের

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ গেটের সামনেই মৃতদেহ পড়ে থাকায় বন্ধ থাকে রেলগেট। প্রায় এক ঘন্টারও বেশি সময় রেলগেট বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় খরিদা-মালঞ্চ রোডে। পরে রেলপুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।