BRAKING NEWS

Kharagpur : ট্রেনের গার্ডকে ছুরি দেখিয়ে কয়লা বোঝাই মালগাড়ি ছিনতাইয়ের চেষ্টা, পাকড়াও যুবক

গভীর রাতে স্টেশনে অপেক্ষারত কয়লা বোঝাই মালগাড়ির গার্ডকে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা৷ অবশেষে রেলপুলিশের হাতে পাকড়াও যুবক। রবিরার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে৷

জানা গিয়েছে, ওড়িশার দিক থেকে আসা কয়লা বোঝাই মালগাড়ি মেছেদার দিকে যাওয়ার জন্য সিগন্যালের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ে হাতে ছুরি নিয়ে এক যুবক গার্ডের কামরায় উঠে পড়েন ও তাঁকে ছুরি দেখিয়ে মালগাড়িটি আসামে নিয়ে যেতে বলেন। অন্যথা গার্ডকে হত্যার হুমকি দেন। কিন্তু তৎপরতার সঙ্গে ঐ যুবককে পাকড়াও করে রেলপুলিশ। গার্ডকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়৷

আরপিএফ সূত্রে খবর, ধৃত বছর ৩৫ বয়সী যুবক ফারুক মিঞা, উত্তরবঙ্গের জলপাইগুড়ির ফালাকাটার বাসিন্দা। আগে চা বাগানে কাজ করলেও পরে কাজের জন্য বেঙ্গালুরু চলে যায়। তার এইরূপ ঘটনা ঘটানোর কারণ খতিয়ে দেখছে আরপিএফ।

Leave a Reply