BRAKING NEWS

Medinipur Adeno Virus : জেলায় অ্যাডিনো ভাইরাসের প্রকোপ, মেদিনীপুর মেডিকেল কলেজে জুন মালিয়া

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ। ইতিমধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন ৫০ জনেরও বেশি শিশু। এরই মধ্যে চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়িকা জুন মালিয়া।

জেলায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা। খড়গপুরে আক্রান্ত এক কিশোরীর মৃত্যুও হয়েছে সম্প্রতি। এই পরিস্থিতিতে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগ পরিদর্শন করলেন বিধায়িকা জুন মালিয়া। তাঁর সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের সুপার, অধ্যক্ষা, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান প্রমুখরা। অ্যাডিনো ভাইরাসের প্রকোপ ও তা প্রতিরোধের বিষয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠকও করেন তিনি।

Medinipur Adeno Virus Death : খড়গপুরে অ্যাডিনো ভাইরাসের শিকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কিশোরী