খড়গপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য আগামী কয়েকদিন বাতিল করা হয়েছে অনেক ট্রেন। খড়গপুর ডিভিশনে বাতিল সেই বাতিল ট্রেনগুলির তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ-পূর্ব রেল। নীচে দেখুন বাতিল ট্রেনের বিস্তারিত।

বাতিল ট্রেন –
১. ১২০৭৪/১২০৭৩ ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ১৭ এপ্রিল বাতিল
২. ১২২৭৮/১২২৭৭ পুরী-হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস ১৭ এপ্রিল, ২০ এপ্রিল বাতিল
৩. ১৮০৪৬ হায়দ্রাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেস ১৬ এপ্রিল, ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল বাতিল
৪. ১৮০৪৫ শালিমার-হায়দ্রাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস ১৭ এপ্রিল, ১৯ এপ্রিল, ২০ এপ্রিল বাতিল
৫. ১৮০৪৩/১৮০৪৪ হাওড়া-ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২০ এপ্রিল বাতিল
৬. ১২৮২১/১২৮২২ শালিমার-পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস ১৯ এপ্রিল, ২০ এপ্রিল বাতিল
৭. ২২৮৩৬ পুরী-শালিমার এক্সপ্রেস ১৮ এপ্রিল বাতিল
৮. ২২৮৩৫ শালিমার-পুরী এক্সপ্রেস ১৯ এপ্রিল বাতিল
৯. ১২৮৮২ পুরী-শালিমার গরীবরথ এক্সপ্রেস ১৯ এপ্রিল বাতিল
১০. ১২৮৮১ শালিমার-পুরী গরীবরথ এক্সপ্রেস ২০ এপ্রিল বাতিল
১১. ০৮০১৭/০৮০১৮ খড়গপুর-বালেশ্বর-খড়গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২০ এপ্রিল বাতিল
১২. ১৮০০৭ শালিমার-ভঞ্জপুর এক্সপ্রেস ১৯ এপ্রিল বাতিল
১৩. ১৮০০৮ ভঞ্জপুর-শালিমার এক্সপ্রেস ২০ এপ্রিল বাতিল
১৪. ০৮০৬১/০৮০৬২ হাওড়া-জলেশ্বর-হাওড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল আগামী ১৯ এপ্রিল, ২০ এপ্রিল বাতিল

জনপ্রিয় খবর:  Train Cancelled : বাতিল ভায়া খড়গপুর একাধিক ট্রেন, ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের, দেখুন তালিকা

সম্পূর্ণ পথ চলবেনা –
১. ১৮০৩৮ জাজপুর কেঁওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস আগামী ১৭ এপ্রিল দাঁতন পর্যন্ত চলবে
২. ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস আগামী ১৮ এপ্রিল দাঁতন পর্যন্ত চলবে

ট্রেনের সময় পরিবর্তন –
১. ১২৮৮১ শালিমার-পুরী গরীবরথ এক্সপ্রেস আগামী ১৮ এপ্রিলের ট্রেনটি রাত ০৮:৪৫ মিনিটের পরিবর্তে রাত ০৯:৪৫ মিনিটে যাত্রা শুরু করবে।

জনপ্রিয় খবর:  Haldia Local Cancelled : বাতিল হল হলদিয়া লোকাল, জানুন কবে