BRAKING NEWS

Paschim Medinipur : ঘাটালে বিয়ের প্রীতিভোজে খেয়ে অসুস্থ বহু, হাসপাতালে ভর্তি প্রায় ৫০ জন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শুক্রবার রাতে প্রীতিভোজের অনুষ্ঠানে খেয়ে বহু মানুষ অসুস্থ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দেওয়ানচক-রঘুনাথপুর এলাকায়। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আজ সকাল পর্যন্ত শিশু ও মহিলা সহ প্রায় ৫০ জন ব্যক্তি পায়খানা এবং বমি উপসর্গ নিয়ে ভর্তি।

জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সৌরভ রায়ের বিয়ে উপলক্ষ্যে আয়োজিত বৌভাতের প্রীতিভোজ অনুষ্ঠানে নিমন্ত্রিতরা খাওয়াদাওয়ার পর বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে রয়েছে বেশ কিছু শিশু। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০ জন বমি ও পায়খানার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

Medinipur DA Strike : জেলা পরিষদে স্বাভাবিক কাজকর্ম, বিশেষ প্রভাব নেই ধর্মঘটের

প্রাথমিক ভাবে অনুমান খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা৷ অসুস্থরা ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রশাসনের তরফে এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে।