Railway: জঙ্গলমহলের সুখবর, উন্নত হবে ঝাড়গ্রাম-মেদিনীপুর সহ ১৯টি স্টেশন

Railway: জঙ্গলমহলের সুখবর, উন্নত হবে ঝাড়গ্রাম-মেদিনীপুর সহ ১৯টি স্টেশন

 

দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। একাধিক লক্ষ্যে বিপুল বরাদ্দ করা হয়েছে ভারতীয় রেলকে (Railway)। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে উন্নত করা হবে দেশের বহু স্টেশন। সেই তালিকায় স্থান পেয়েছে ঝাড়গ্রাম-মেদিনীপুর সহ জঙ্গলমহলের একাধিক স্টেশন। রেলের তরফে জানানো হয়েছে, খড়গপুর ডিভিশনের মোট ১৯টি স্টেশনের উন্নতিকরণ হবে।

আরও পড়ুন:  Budget 2023 : পোস্ট অফিসে টাকা রাখলে সুবিধা, মহিলা ও প্রবীণদের বিশেষ সুবিধা

অমৃত ভারত প্রকল্পে খড়গপুর ডিভিশনের ১৯টি স্টেশন স্থান পেয়েছে। রেলের তরফে সমাজমাধ্যমে প্রকাশ করা হয়েছে স্টেশনগুলির নামের তালিকা। স্টেশনগুলি হল- বালেশ্বর, শালিমার-হাওড়া, আন্দুল, বারিপদা, বেলদা, বেতনটি, দীঘা, ঘাটশীলা, হলদিয়া, হিজলি, জলেশ্বর, ঝাড়গ্রাম, খড়গপুর, মেছেদা, মেদিনীপুর, পাঁশকুড়া, তমলুক, বাগনান, উলুবেড়িয়া।

আরও পড়ুন:  কন্যাশ্রী কাপে সর্বোচ্চ গোলদাতা জঙ্গলমহলের কন্যা, গোল্ডেন বুট পেলেন সুজাতা মাহাতো

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ