পশ্চিমবঙ্গ সহ বিহার, ওড়িশা, ঝাড়খন্ড, ও অসম রাজ্যে শনিবার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন। শনিবার সকাল থেকে মারাং বুরু বাঁচাও এবং সারনা ধর্ম কোড চালু করার দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে ‘রেল-রোড চাক্কা জ্যাম’ শুরু করেছে ‘আদিবাসী সেঁঙ্গেল অভিযান’। ফলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে খড়গপুর ডিভিশনে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
শনিবার ১১ ই ফেব্রুয়ারি বাতিল ট্রেনগুলি-
০৮০৫৫ খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল
১২০২১ হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
১২৮৭১ হাওড়া-টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস
০৮০৭১ খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল
০৮০৫৪ টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
০৮০৬০ টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
০৮১৬০ টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
এছাড়াও শনিবার হাওড়া থেকে যাত্রা করা ১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস পরিবর্তিত পথ খড়গপুর-মেদিনীপুর-আদ্রা-বোকারো স্টিল সিটি-কোটশিলা-মুরি-হাতিয়া-রাউরকেলা হয়ে চলবে।