চক্রধরপুর ডিভিশনের চক্রধরপুর ও লোটাপাহাড়ের মধ্যে স্বাভাবিক উচ্চতার সাবওয়ের কাজের জন্য থাকবে ট্রাফিক ও পাওয়ার ব্লক। সেই কারণে দক্ষিণ-পূর্ব রেলের তরফে চক্রধরপুর ডিভিশনে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এছাড়া সম্পূর্ণ পথ চলবে না একাধিক ট্রেন। একাধিক ট্রেনের সময় পরিবর্তনও হচ্ছে। সেই মর্মে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। নীচে দেখুন তালিকা।

জনপ্রিয় খবর:  Train News : নতুন স্টপেজ দেবে একাধিক জঙ্গলমহল হয়ে যাওয়া ট্রেন, জানুন বিস্তারিত

বাতিল ট্রেনের তালিকা-
০৮০১৪/০৮০১৩ চক্রধরপুর-টাটানগর-চক্রধরপুর প্যাসেঞ্জার স্পেশাল ১২ মে বাতিল
০৮১০৭/০৮১০৮ রাউরকেলা-চক্রধরপুর-রাউরকেলা প্যাসেঞ্জার স্পেশাল ১২ মে বাতিল
১৮১০৯/১৮১১০ টাটানগর-ইটওয়ারি-টাটানগর এক্সপ্রেস ১২ মে বাতিল

সম্পূর্ণ পথ চলবে না-

২২৮৬১ হাওড়া-কাটাবানজি এক্সপ্রেস ১২ মে যাত্রা শুরু করা ট্রেনটি চক্রধরপুর পর্যন্ত চলবে, এরপর চক্রধরপুর-হাওড়া স্পেশাল রূপে ফিরবে।
২২৮৬২ কাটাবানজি-হাওড়া এক্সপ্রেস ১২ মে যাত্রা শুরু করা ট্রেনটি রাউরকেলা পর্যন্ত চলবে, এরপর রাউরকেল-কাটাবানজি স্পেশাল রূপে রাউরকেলা থেকে ফিরবে।

জনপ্রিয় খবর:  Coromandel Express : বালেশ্বর যাচ্ছেন মোদী, কপ্টারে রওনা মমতার, অল্প আহতদের অর্থ সাহায্য রেলের

সময় পরিবর্তন –
০৮১৬৪ রাউরকেলা-চক্রধরপুর মেমু স্পেশাল ১২ মে রাউরকেলা থেকে বিকাল ০৪:২০ মিনিটের পরিবর্তে বিকাল ০৫:২০ মিনিটে যাত্রা শুরু করবে।

গতিপথ পরিবর্তন –
২০৮২৭ জবলপুর-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ১১ মে যাত্রা শুরু করা ট্রেনটি পরিবর্তিত পথ রাউরকেলা-হাতিয়া-মুরি-টাটানগর হয়ে চলবে।