Ghatal : গন অনশনের ডাক বন্যার্তদের, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না মেলায় ক্ষোভ

Ghatal : গন অনশনের ডাক বন্যার্তদের, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না মেলায় ক্ষোভ

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
দ্বিতীয় মোদি-সরকারের শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট গত বুধবার পেশ করেছেন। কিন্তু এবারের বহু প্রতিক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ মঞ্জুর হয়নি৷ যা ঘাটাল এলাকার বন্যার্তদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। এর প্রতিবাদে ও অন্যান্য একাধিক দাবিতে গন অনশনের ডাক দেওয়া হল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির তরফে।

রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুলে বন্যায় ভুক্তভোগী মানুষদের ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। কর্মসূচি উদ্বোধন করেন বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাইচন্দ্র পাড়ুই। সভায় সম্মেলন উপলক্ষে সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইঞা, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শিউলী সাহা, নদী বিশেষজ্ঞ ডক্টর কল্যান রুদ্র প্রমুখদের শুভাচ্ছাবার্তা পাঠ করা হয়।

আরও পড়ুন:  ডেবরা সহ জেলার নানা জায়গায় কেন্দ্রীয় দল, জেলাশাসকের সঙ্গে বৈঠক

এইদিন সম্মেলনে দুই মেদিনীপুর জেলার তেরোটি ব্লকের প্রায় তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ঘাটালে গন অনশন সহ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের মন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচী গৃহীত হয়। ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দ, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ বিধানসভার সর্বদলীয় প্রতিনিধি দল দিল্লিতে পাঠানো ও রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করে শিলাবতী এলাকায় নদী ও খাল সংস্কারের দাবিও জানানো হয় এইদিনের সভায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ