BRAKING NEWS

Gopiballavpur : স্বাস্থ্য সচেতনতা ও পরীক্ষা শিবির জাহানপুরে, উদ্যোগে তপসিয়া গ্রামীণ হাসপাতাল

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি ও তপসিয়া গ্রামীণ হাসপাতালের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের জাহানপুরে আয়োজিত হল স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে এইদিন প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী ও অনেক সাধারণ মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।

Jhargram : শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ নেই ১৫ বছর পরেও, যত্রতত্র বাড়ির উঠোনে ক্লাস

বৃহস্পতিবার জাহানপুরের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন তপসিয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ কিংসুক রায় সহ তপসিয়া গ্রামীণ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। বহু মানুষজন এইদিন স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। বিএমওএইচ ডাঃ কিংসুক রায় জানান, এলাকার সাধারণ মানুষদের স্বাস্থ্য সচেতনতা করে তুলতেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন।

Jhargram : পুড়ে ছাই মাটির সৃষ্টি প্রকল্পে তৈরি ফলের বাগান, উঠছে আগুন লাগানোর অভিযোগ