BRAKING NEWS

মেদিনীপুরের ১০ মাইল দৌড় ৫৮ তম বর্ষে, উদ্যোগে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাব

মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে মেদিনীপুরে অনুষ্ঠিত হল ১০ মাইল দৌড় প্রতিযোগিতা । ৫৮ তম বর্ষে পদার্পণ করা এই প্রতিযোগিতা শুরু হয় মেদিনীপুর কলেজ মাঠ থেকে। মোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিবস উপলক্ষ্যে মেদিনীপুরে অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল দশ মাইল দৌড় প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়া বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকেও অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেন জেলাশহরের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি, পৌরপ্রধান সৌমেন খান, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা প্রমুখরা।

জঙ্গলমহল উৎসব শুরু, মেদিনীপুর কলেজ ময়দানে চলবে শুক্রবার পর্যন্ত

সকাল ৯টা নাগাদ মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতা শুরু হয়৷ প্রতিযোগিতায় প্রথম হন ঝাড়খণ্ডের বাসিন্দা রাহুল রাজভর, দ্বিতীয় উত্তরপ্রদেশের আরিফ আলি এবং তৃতীয় হয়েছেন শালবনী ব্লকের পিড়াকাটার অনুপম মাহাতো।