BRAKING NEWS

Medinipur Adeno Virus Death : খড়গপুরে অ্যাডিনো ভাইরাসের শিকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কিশোরী

অ্যাডিনো ভাইরাসের শিকার পশ্চিম মেদিনীপুরে। এবার ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত খড়গপুরের বাসিন্দা কিশোরী উর্জাসাথী রায় চৌধুরীর। বুধবার কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তার।

সংগীতে দক্ষতার জন্য ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত উর্জাসাথী স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত ছিল। এই রোগের ফলে শরীরের পেশি কোষ নষ্ট হয়ে যায়। ফলে স্বাভাবিকের তুলনায় উর্জাসাথীর শরীরের প্রতিরোধ ক্ষমতা কম ছিল। চলতি মাসের শুরু দিকে কিশোরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং ৫ তারিখে বাড়ি ফিরে আসে। কিন্তু সর্দি-কাশির উপসর্গ সহ পুনরায় অসুস্থ হয়ে পড়ায় তাকে ১৫ ই ফেব্রুয়ারি কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছে উর্জাসাথী। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফির কারণে সীমিত শারীরিক প্রতিরোধ ক্ষমতা নিয়েও তার লড়াই বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে থেমে যায়।

Elephant Death : জমিতে তার জড়ানো হস্তিশাবকের দেহের ছবি সমাজমাধ্যমে, মৃত্যু ঘিরে সাঁকরাইলে রহস্য