চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে মানবিক মুখ বই প্রকাশনা সংস্থার। মেদিনীপুর শহরের বাসিন্দা সমাজকর্মী রিঙ্কু চক্রবর্তীর উদ্যোগে ক্যানসার আক্রান্ত স্কুল ছাত্রের পাশে দাঁড়ালো জনপ্রিয় প্রকাশনা সংস্থা তপতী পাবলিশার্স।

মেদিনীপুরের যমুনাবালী এলাকায় অবস্থিত সারদা বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণির ছাত্র সায়ন চালক ক্যানসারে আক্রান্ত। বর্তমানে টাটা মেডিক্যাল সেন্টারের ‘ পেডিয়াট্রিকস ওনকোলজি’ বিভাগে চিকিৎসাধীন। সায়নের বাবা পেশায় রাজমিস্ত্রী৷ সীমিত আর্থিক সঙ্গতি নিয়েই ছেলেকে সুস্থ করে তুলতে মারণরোগের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তিনি।

জনপ্রিয় খবর:  Vidyasagar University : এনভায়রনমেন্ট সায়েন্স অ্যাকাডেমি দ্বারা সম্মানিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবীদাস ঘোষ

কিছুদিন আগে বিষয়টি জানতে পারেন সায়নের এক সহপাঠীর বাবা, সমাজকর্মী রিঙ্কু চক্রবর্তী। এরপরই অসুস্থ সায়নের পাশে দাঁড়াতে উদ্যোগী হন তিনি। সায়নের চিকিৎসার সাহায্য স্বরূপ তপতী পাবলিশার্সের পক্ষ থেকে সোমবার সারদা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের হাতে কিছু পরিমাণ অর্থ তুলে দেওয়া হয়। সেই সঙ্গে সায়নের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

জনপ্রিয় খবর:  Medinipur : জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার, ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি