চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

টোটো ও অটো চালকরা যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়লেন সোমবার দুপুরে। ঘটনাটি ঘটেছে, মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বচসা বাঁধে টোটো ও অটো চালকদের। এক টোটো চালকের অভিযোগ, এলআইসি মোড়ে তিনি যাত্রী নামানোর পরেই এক অটোচালক তাঁর টোটোর চাবি খুলে নেয় ও আঘাত করে। টোটো চালক ও অটো চালকরা ঘটনাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন। তৈরি হয় সংঘাতের পরিস্থিতি।

জনপ্রিয় খবর:  Elephant Medinipur : গোপগড় ইকোপার্কে ঘুমপাড়ানী ওষুধে কাবু হাতি, তাড়ায় আছাড় আধিকারিকের

অটোটিকে আটকে রেখে বিক্ষোভ দেখান টোটো চালকেরা। অটোচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। উত্তেজনা সৃষ্টি হয় এলআইসি মোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।