BRAKING NEWS

WBJEE 2023 : জয়েন্টে চতুর্থ মেদিনীপুরের সৌহার্দ্য, তৃতীয় বাঁকুড়ার সারা

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে সাহিল আখতার ও সোহম দাস একই স্কুল ডিপিএস রুবি পার্কের ছাত্র। তৃতীয় হয়েছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখার্জী। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাট চতুর্থ স্থান অধিকার করেছে। দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের ছাত্র অয়ন গোস্বামী পঞ্চম স্থান অধিকার করেছে।

এই বছর ৩০ এপ্রিল হয়েছিল জয়েন্ট এট্রান্স পরীক্ষা। ৯৭,৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৯৬,৯১৪ জন। পাশের হার ৯৯.৪ শতাংশ। সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বোর্ডের পড়ুয়া।

 

Leave a Reply