চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কলেজছাত্রীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত ২ জন নির্মাণ শ্রমিককে ফাঁসির সাজা দিল মেদিনীপুর জেলা ও দায়রা আদালত। সেই সঙ্গে এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২০২১ সালে ৩ রা মে পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা এলাকায় ২১ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। অভিযুক্ত শ্রমিকেরা ঐ ছাত্রীর বাড়িতে কাজ করছিল। বাড়ির মধ্যে থেকে নিথর দেহ উদ্ধার হয়। ছাত্রীর কৃষক বাবা ও আশাকর্মী মা সেই সময় বাড়িতে ছিলেন না। অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। মামলা চলছিল মেদিনীপুর আদালতে।
সোমবার অভিযুক্ত তিনজনকে দোষী সাব্যস্ত করে মেদিনীপুর আদালত। মঙ্গলবার ঝাড়খন্ডের পূর্ব সিংঘুমের বাসিন্দা ছোটু মুন্ডা ও পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার বাসিন্দা বিকাশ মুর্মুকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর তেমাথানীর বাসিন্দা তপতী পাত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।