Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দেশের প্রেক্ষাপটে ফের উজ্জ্বল পশ্চিম মেদিনীপুর। সিআইএসসিই’র ন্যাশনাল প্রি যোগা অলিম্পিয়াডে ১৪-১৬ বছর বয়সী বালিকা বিভাগে প্রথম হল মেদিনীপুরের অনুষ্কা গুপ্ত। শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের দশম শ্রেণীর ছাত্রী অনুষ্কা।

Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

গত ২৯ এপ্রিল রিজিওনাল প্রি-যোগা অলিম্পিয়াডে ওয়েস্ট বেঙ্গল তথা নর্থ-ইস্ট জোন চ্যাম্পিয়ন হয় মেদিনীপুরের অনুষ্কা। এর পরে গত ২২ থেকে ২৪ মে কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হয়েছিল সিআইএসসিই ন্যাশনাল প্রি যোগা অলিম্পিয়াড। যোগদান করেছিল ১২ টি রাজ্য এবং সংযুক্ত আরব আমিরশাহি সহ বেশ কয়েকটি দেশের বহু প্রতিযোগী। নিজের বিভাগে নর্থ-ইস্ট জোন চ্যাম্পিয়ন হিসাবে অংশ নেয় অনুষ্কা। সেখানেই ৫২ জন প্রতিযোগীকে হারিয়ে ১৪-১৬ বছর বয়সী বালিকা বিভাগে সেরা মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের ছাত্রী।

Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

সেরার পুরষ্কার অর্জন করেই নতুন লক্ষ্য স্থির করছে অনুষ্কা। আগামী ১৭-২০ জুন মধ্যপ্রদেশের ভূপালে অনুষ্ঠিত হতে চলা এনসিইআরটি-র যোগা অলিম্পিয়াডে যোগ দিতে চলেছে সে। ভবিষ্যতে যোগা অবলম্বন করেই নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায় মেদিনীপুরের এই কিশোরী।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ