Medinipur Weather : মেদিনীপুরে তাপমাত্রা কমল ১৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ১৬.৫ ডিগ্রি, ঘূর্ণাবর্তের জেরে পারদ পতন

Medinipur Weather : মেদিনীপুরে তাপমাত্রা কমল ১৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ১৬.৫ ডিগ্রি, ঘূর্ণাবর্তের জেরে পারদ পতন

রবিবার ঘূর্ণাবর্তের কারণে এক ধাক্কায় কমলো জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় স্থান বিশেষে ১০ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার্থক্য পরিলক্ষিত হয়েছে।

গতকাল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর, কলাইকুন্ডা, দিঘা, কাঁথিতে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সোমবার।

আরও পড়ুন:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

জঙ্গলমহল ছাড়াও ঘূর্ণাবর্ত জনিত ঝড়বৃষ্টির জেরে সমগ্র দক্ষিণবঙ্গে এই পারদ পতন পরিলক্ষিত হয়েছে। রবিবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস৷ কিছুদিন আগেই এই সব এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই রাজ্যে শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির অনুকুল পরিবেশ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

আরও পড়ুন:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ