Madhyamik Elephant : হাতি নিয়ে সতর্কতা মেদিনীপুরে, মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, বিশেষ তৎপর বন দফতর

Madhyamik Elephant : হাতি নিয়ে সতর্কতা মেদিনীপুরে, মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, বিশেষ তৎপর বন দফতর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে মেদিনীপুরঝাড়গ্রামের হাতিপ্রবণ এলাকাগুলিতে ও জঙ্গলের রাস্তা গুলিতে বন দপ্তরের তরফে জারি করা হয়েছে সতর্কতা। রয়েছে ২৪ ঘন্টার নজিরদারি, সতর্কতামূলক প্রচার ও তৎপরতা।

হাতির করিডর রয়েছে পশ্চিম মেদিনীপুরঝাড়গ্রাম জেলার চাঁদাবিলা, কলাইকুন্ডা, নয়াগ্রাম এবং কেশররেখা রেঞ্জের একাধিক এলাকায়। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই এলাকাগুলিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দফতর। খড়গপুর ডিভিশনের তরফে সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের হাতির বা অন্য বন্য জন্তুর আক্রমণ জনিত অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় রয়েছে বন দফতরের পেট্রোলিং ভ্যান, চলছে বিশেষ মাইকিং।

আরও পড়ুন:  Paschim Medinipur : স্ত্রী’র মর্যাদার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ | Housewife on strike at in law’s house demanding dignity as wife

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বাবার সঙ্গে বাইকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের মহারাজ ঘাট এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে অর্জুন দাস নামে এক পরীক্ষার্থীর। এরপরেই ঘটনায় শোক প্রকাশ করে বন দফতরকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ