BRAKING NEWS

Medinipur-Mamata : মুখ্যমন্ত্রীকে পাকা বাড়ি পাইয়ে দেওয়ার আবেদন মেদিনীপুরের লটারি বিক্রেতার

বুধবার বিকেলে জেলা সফরে মেদিনীপুর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। হেলিপ্যাড থেকে সার্কিট হাউস যাওয়ার পথে তাঁর গাড়ির কাছে এসে পাকা বাড়ি পাইয়ে দেওয়ার আবেদন জানালেন এক লটারি বিক্রেতা।

এইদিন বিকেল ৩:৪৫ নাগাদ মেদিনীপুর কলেজ মাঠের হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর চপার। সেখান থেকে গাড়িতে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। পথে তাঁর গাড়ি থামে। গাড়ি থেকে নেমে এক শিশুকে কোলে তুলে নেন মমতা। সেই সময় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে এসে জানান, তিনি পাকা বাড়ি পাননি। বাড়ি পাওয়ার জন্য আর্জি জানান তিনি। মুখ্যমন্ত্রী সঙ্গে থাকা আধিকারিকদের ঐ ব্যক্তির বিস্তারিত তথ্য লিখে নেওয়ার নির্দেশ দেন।

Medinipur : মেদিনীপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী, কলেজ মাঠে চূড়ান্ত সময়ের প্রস্তুতি

লটারি বিক্রেতা ঐ ব্যক্তির নাম রঞ্জিত রানা। মেদিনীপুরের ২৩ নম্বর ওয়ার্ডের কামারপাড়ার বাসিন্দা তিনি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত৷ পুরসভা সূত্রে জানা গিয়েছে, ‘হাউস ফর অল’ আবাস প্রকল্পে রঞ্জিত রানার নাম নথিভুক্ত রয়েছে। টাকা এলেই অ্যাকাউন্টে পাঠানো হবে।

Medinipur : আশাকর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন পুরসভায়, স্থায়ী বেতন-ভাতা সহ একাধিক দাবি