চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যের খেলাধূলার মানচিত্রে ফের উজ্জ্বল মেদিনীপুর। অল বেঙ্গল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে সেরা মেদিনীপুর। মেয়েদের বিভাগে সোনা সহ জোড়া পদক মেদিনীপুরের পূজা সিং রাজপুতের।

গত ১৯ থেকে ২১ শে মে মেদিনীপুরের মীরবাজার মহারুদ্র ব্যায়ামাগারের আয়োজনে মেদিনীপুরের মল্লিকচকে আয়োজিত হয়েছিল অল বেঙ্গল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। তাতে অংশগ্রহণ করেন ১৪টি জেলার ১৩৬ জন পুরুষ ও ৩৭ জন মহিলা প্রতিযোগী। প্রতিযোগিতায় অবিভক্ত মেদিনীপুর থেকে ৪৮ জন পুরুষ প্রতিযোগী ও ১জন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রাপ্ত পয়েন্টের বিচারের পুরুষদের বিভাগে সেরা হয়েছে মেদিনীপুর৷ মেয়েদের বিভাগে সেরা কলকাতা।

মহিলা প্রতিযোগী পূজা সিং রাজপুত পেয়েছেন জোড়া সাফল্য। মেয়েদের ফুল ইভেন্ট পাওয়ার লিফটিং বিভাগে সোনা ও বেঞ্চপ্রেস বিভাগে রৌপ্যপদক জিতেছেন তিনি। ২১ মে প্রতিযোগিতার শেষ দিন মেদিনীপুর পুরসভার তরফে পুরষ্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান।