BRAKING NEWS

June Maliya : দুর্ঘটনার কবলে মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া

বুধবার বিকেলে কলকাতা থেকে মেদিনীপুর আসার পথে দুর্ঘটনার কবলে পড়লেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। যদিও দুর্ঘটনার পর বিধায়িকা নিরাপদেই রয়েছেন। তাঁর কোনো ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার মেদিনীপুরে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় বাজেট অধিবেশনের শেষে কপ্টারে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে, বৃহস্পতিবারের সভায় যোগদান করতেই বুধবার বিকালে সড়ক পথে কলকাতা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে যাত্রা করেন বিধায়িকা জুন মালিয়া। কিন্তু ১৬ নম্বর জাতীয় সড়কে হাওড়ার উলুবেরিয়া থানার জোড়া কলতলার কাছে একটি হনুমানকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বিধায়িকার গাড়ি। বিধায়িকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে কলকাতা অভিমুখী লেনে চলে আসে। যদিও গাড়ির গতিবেগ কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় সুস্থ রয়েছেন বিধায়িকা।

Medinipur : এক দিন আগেই বন্ধ ট্রেড ফেয়ার, মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি জোরকদমে

দুর্ঘটনার কারণে ১৬ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। পরে উলুবেড়িয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টাখানেক পর পুনরায় মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হন বিধায়িকা।