BRAKING NEWS

নেই নিকাশী নালা ও আলো, মেদিনীপুর ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় উন্নয়নের অপেক্ষা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

নিকাশী নালা নেই, পর্যাপ্ত আলোও নেই। মেদিনীপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার মানুষ রয়েছেন উন্নয়নের অপেক্ষায়।

মেদিনীপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার ভিতরে হয়েছে ঢালাই রাস্তা। কিন্তু নেই নিকাশি নালা। এলাকাবাসীর অভিযোগ, নোংরা জল যেখানে সেখানে জমা হচ্ছে এর ফলে৷ পরিস্থিতি সঙ্গিন হয়ে ওঠে বর্ষাকালে৷ বৃষ্টির জল সঙ্গে নোংরা জল ও আবর্জনা মিশে জল জমে এলাকায়। সমস্যায় পড়েন স্থানীয়রা।

তৃণমূল থেকে বিজেপিতে একাধিক নেতা, 'দলের কেউ নয়' বক্তব্য তৃণমূলের

এখানেই শেষ নয়! এলাকাবাসীর অভিযোগ, এলাকায় পথ বাতিও নেই। ফলে সূর্য ডুবলেই এলাকায় অন্ধকার নামে। এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে পৌরসভায়। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।