Medinipur : অমিল পরিশ্রুত পানীয়জল, ২০ নম্বর ওয়ার্ডে জল-যন্ত্রণা! দ্রুত সমাধানের আশ্বাস কাউন্সিলরের

Medinipur : অমিল পরিশ্রুত পানীয়জল, ২০ নম্বর ওয়ার্ডে জল-যন্ত্রণা! দ্রুত সমাধানের আশ্বাস কাউন্সিলরের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

অমিল পরিশ্রুত পানীয়জল! পানীয় জলের কয়েকটি কল থাকলেও পাইপের গোলযোগে তাতে মিশছে পাশেই থাকা নর্দমার জল। ফলে সেই নর্দমার নোংরা জল মিশ্রিত পানীয়জলই ব্যবহার করছেন স্থানীয়রা৷ ঘটনাটি মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের হরিজনপাড়া এলাকার।

খোদ পৌরসভা এলাকায় অমিল পরিশ্রুত পানীয় জল৷ মেদিনীপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে হরিজনপাড়া এলাকায় পানীয় জল সরবরাহের পাইপে দীর্ঘদিন ধরে দেখা দিয়েছে গোলযোগ৷ পাশেই থাকা নর্দমার নোংরা জল মিশছে তাতে৷ এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার পৌরসভায় ও স্থানীয় কাউন্সিলরের কাছে আবেদন জানালেও হয়নি সুরাহা৷ ঐ অশুদ্ধ জলই ব্যবহারে বাধ্য হচ্ছেন তাঁরা।

আরও পড়ুন:  Medinipur SSC : ‘ভাই ১২ পেতে পারে না, পেলে মন্ত্রীত্ব ছেড়ে দেবো’, এসএসসি-কে চ্যালেঞ্জ মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর

এই বিষয়ে পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমা দে-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্থানীয়দের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে জানান, “শুধুমাত্র ২০ নম্বর ওয়ার্ডই নয়, মাঝে মধ্যে নোংরা জল বা ঘোলাজন আরও অনেক জায়গাতেই বের হয়৷” এর কারণ সম্পর্কে তিনি বলেন, “ব্রিটিশ আমলের পাইপগুলো চতুর্দিকে লাগিয়ে এই জল সরবরাহ হয়। সেই পাইপ তিন ইঞ্চি থেকে এখন বোধহয় এক ইঞ্চি দাড়িয়েছে৷ তাই জলের প্রেসারও কমেছে আর মাঝেমাঝেই ঘোলাটে জল বের হচ্ছে। খারাপও হচ্ছে প্রায়ই।” সমস্যা সমাধানের বিষয়ে তিনি জানান, “সমস্যা সমাধানের চেষ্টা চলছে৷ বিধায়িকা জুন মালিয়াপৌরপ্রধান সৌমেন খানের সৌজন্যে ২০ নম্বর ওয়ার্ডের জন্য ৪ টি সাবমারসেবল পাওয়া গিয়েছে৷ তার মধ্যে দুটি ইতিমধ্যে চালু হয়েছে মণ্ডলমাঠ ও কালা পীড়বাবার ওখানে। আর বাকি দুটি গোবিন্দপল্লি ও পাটনা বাজার ফাঁড়ির পাশে কাজ প্রায় শেষের মুখে৷ কানেকশন ও নতুন লাইন হলেই কয়েকদিনের মধ্যে পরিসেবা শুরু হবে৷ আশা করছি তখন পরিশ্রুত জল মিলবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ