Medinipur : হোস্টেলের ছাত্রীদের দিয়ে কাপড় কাচা-ঘর মোছা-রান্না করানোর অভিযোগ সিস্টারের বিরুদ্ধে

Medinipur : হোস্টেলের ছাত্রীদের দিয়ে কাপড় কাচা-ঘর মোছা-রান্না করানোর অভিযোগ সিস্টারের বিরুদ্ধে

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
গুরুতর অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রমের আনন্দ ভবন বালিকা হোস্টেলের সিস্টারের বিরুদ্ধে। ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, হোস্টেলে ছাত্রীদের দিয়ে স্কুলের সিস্টার নিজের জামাকাপড় কাচান, হোস্টেল পরিষ্কার করান ও রান্নার কাজ করান। বিক্ষোভ অভিভাবকদের।

জানা গিয়েছে, অভিযুক্ত সিস্টার হোস্টেলের ছাত্রীদের দিয়ে জামাকাপড় কাচান, হোস্টেল পরিষ্কার করান ও রান্নার কাজ করান। হোস্টেলে মাসিক ১০০০ টাকার বিনিময়ে থেকে পড়াশোনা করেন আবাসিক ছাত্রীরা। বিষয়টি জানতে পেয়ে হোস্টেলের ইনচার্জ কমলা মান্ডি স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তিনি বিষয়টি ছাত্রীদের অভিভাবকদের জানালে অভিভাবকেরা একত্রিত হয়ে অভিযোগ জানাতে আসেন স্কুল কর্তৃপক্ষের কাছে। অভিযোগ, সেখানে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষ। এরপরই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

আরও পড়ুন:  Medinipur : শপথ নিলেন মেডিক্যাল কলেজের স্কুল অফ নার্সিং-এর ছাত্রীরা

অন্যদিকে অভিযুক্ত সিস্টার সিলভিয়ার বক্তব্য, “যারা হোস্টেলে থাকবে তারা হোস্টেল পরিষ্কার অবশ্যই করবে। কিন্তু রান্নায় সাহায্য করার যে অভিযোগ মিথ্যা, কাপড় কাচার বিষয়টি ভুল।” হোস্টেল ইনচার্জ কমলা মান্ডি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জমা না নেওয়ার অভিযোগ এনেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ