চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে শুক্রবার সকাল থেকে মেদিনীপুরের রিং রোড অবরোধ করলেন পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা৷ রাস্তায় হাড়ি, বালতি বসিয়ে অবস্থান শুরু করেন এলাকার মহিলারা। অবশেষে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিশুদ্ধ পানীয় জলের আশ্বাস দিলেন পৌরপ্রধান সৌমেন খান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার পাম্পটি খারাপ হওয়ার পর থেকে মিলছে না পরিশুদ্ধ পানীয় জল। বিকল্প পাম্পের ব্যবস্থা করা হলেও সেই জল পানের উপযুক্ত নয়। বারংবার স্থানীয় কাউন্সিলর ও পুর কমিশনারের কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। বরং ১০-১২ দিন সময় চাওয়া হয়েছে। বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে মেদিনীপুরে রিং রোড অবরোধ করেন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত হন পৌরপ্রধান সৌমেন খান। তাঁর কাছে নিজেদের ক্ষোভ উগড়ে অভিযোগ জানান তাঁরা। পরিস্থিতি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জনপ্রিয় খবর:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার

পৌরপ্রধান ঘটনাস্থলে জানান, এলাকায় জলের সমস্যা ছিল না। কিন্তু বহু পুরাতন পাম্পটি সারাই করতে যেতেই বিপত্তি। সেটি ভেঙে যায়। ২-৩ দিন ধরে চেষ্টা করেও সেটিকে ঠিক করা যায়নি৷ বিকল্প পাম্প বসানো হলেও তার জল পরিশ্রুত নয়৷ এমনকি বিকল্প জলের গাড়ি থেকেও নোংরা জল মিলছে। পৌরপ্রধানের আশ্বাস, সরকারি জায়গায় নতুন ডিপ টিউবয়েল বসানোর জন্য জেলা শাসকের কাছে অনুমতি প্রার্থনা করা হয়েছে। তা মিললেই কাজ শুরু হবে৷ কিন্তু কাজ মিটতে ১০-১২ দিন সময় লাগবে। সেই সময় এলাকাবাসীর কাছে চেয়ে নিয়ে সৌমেন খান জানিয়েছেন, এই দিনগুলি পুরসভার গাড়িতে করে বিকল্প ব্যবস্থায় অন্য জায়গা থেকে পরিশুদ্ধ পানীয় জল এলাকায় সরবরাহ করা হবে।

জনপ্রিয় খবর:  Medinipur : দেশের সেরা মেদিনীপুরের মেয়ে, জাতীয় স্তরের যোগায় সাফল্য অনুষ্কার