BRAKING NEWS

Medinipur : শহরের রাস্তা সম্প্রসারণে ভাঙা পড়বে দোকান, হকারদের সঙ্গে বৈঠক পৌরপ্রধান ও মহকুমাশাসকের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর সফরে এসে কলেজ ময়দানে থেকে মেদিনীপুর শহরের বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করেন। তারই মধ্যে ছিল শহরের সৌন্দর্যায়ন। সেই মতো মেদিনীপুর শহরের কেরানীতলা থেকে জজকোর্ট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের সঙ্গে সৌন্দর্যায়ন হবে। এই রাস্তার দুপাশে অবস্থানকারী হকারদের নিয়ে পৌরসভাতে এক বৈঠক করলেন মেদিনীপুর শহরের পৌরপ্রধান সৌমেন খান ও মহকুমাশাসক কৌশিক চ্যাটার্জী।

শহরের কেরানীতলা থেকে জজকোর্ট পর্যন্ত ৫০ টিরও বেশি দোকান রয়েছে। এইদিন বৈঠকে ৬০ জন হকার অংশগ্রহণ করেন। মেদিনীপুরের মহাকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায় জানান, জজকোর্ট থেকে কেরানীতলা পর্যন্ত রাস্তা বেশ কিছুটা চওড়া করা হবে এবং সঙ্গে ফুটপাতও হবে। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে, রাস্তার ফুটপাতে ইতিমধ্যেই বসে রয়েছে বেশ কিছু দোকান। রাস্তা সহ ফুটপাত তৈরি করতে গেলে দোকানগুলিকে কিছুটা পিছনে সরিয়ে নিতে হবে। কিছু কিছু দোকানের সামনের অংশভাঙ্গাও হতে পারে বলে জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, এই পদক্ষেপ সম্পূর্ণ শহরের সৌন্দর্যায়নের জন্য। শহরে চলাচলের করতে গিয়ে সমস্যায় পড়ছে মানুষজন। ক্রমশ রাস্তা ও ফুটপাত দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের তরফে, সেই জায়গাকে সাজিয়ে সম্পূর্ণ পরিকল্পনা করে রাস্তার সম্প্রসারণ ও সৌন্দর্যায়ন করা হবে, যাতে উপকৃত হবেন শহরবাসী।

[TS_Poll id=”1″]

Leave a Reply