Keshpur : নাবালিকার বিয়ে আটকালো কন্যাশ্রী ক্লাব, প্রশংসায় এলাকাবাসী

Keshpur : নাবালিকার বিয়ে আটকালো কন্যাশ্রী ক্লাব, প্রশংসায় এলাকাবাসী

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মপুর গ্রামে ১৬ বছর বয়সী নাবালিকার বিয়ের আয়োজন হয়েছিল। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা আটকালো গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। প্রশাসনের কাছে মুচলেকা দিতে হল নাবালিকার পরিবারকে। কন্যাশ্রী ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা।

আরও পড়ুন:  Medinipur : এক দিন আগেই বন্ধ ট্রেড ফেয়ার, মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি জোরকদমে

জানা গিয়েছে, ধর্মপুর গ্রামে শেখ মতিবুল আলী তাঁর ১৬ বছর বয়সী নাবালিকা কন্যার বিবাহ স্থির করেন মুখবাসন গ্রামে। সেই খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের সদস্যারা৷ খবর দেওয়া হয় থানা ও বিডিও অফিসে৷ প্রশাসন ও পুলিশের সহায়তায় বিয়ে রুখে দেয় ক্লাবের সদস্যরা। প্রথমে নাবালিকার পরিবারে অস্বীকার করলেও পরে প্রশাসনের কাছে মেয়ের ১৮ বছর বয়স হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা দিতে বাধ্য হয়। প্রশাসন, পুলিশ ও স্থানীয়দের তরফে প্রশংসা করা হয়েছে স্কুলের কন্যাশ্রী ক্লাবের ভূমিকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ