চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বীরেন্দ্র সেতুতে জোর কদমে চলছে লোড টেস্টিং-এর কাজ। সেই কাজ খতিয়ে দেখতে রবিবার সেতু পরিদর্শন করেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনাও করেন তিনি।
পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে সংস্কারের পর লোড টেস্ট জনিত কাজের জন্য অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত যানবাহন ও পথচারীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১৭ আগস্ট রাত ১১টা থেকে ২১ আগস্ট রাত ১১টা পর্যন্ত অ্যাম্বুলেন্স ব্যতীত সমস্ত রকম যানবাহন ও পথচারীদের চলাচল নিষেধ। লোড টেস্টের জন্য ৯৬ ঘন্টা ৬০ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত এই সেতুর উপর দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। বেশ কিছুদিন ধরেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সংস্কার চলছিল পুরাতন এই সেতুটির। সম্প্রতি লোড টেস্টিং চলবে বলে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। তারপর জেলাশাসক ও জেলা পুলিশ সুপার যৌথ সাংবাদিক সম্মেলন করে জেলাবাসীর সহযোগিতা প্রার্থনা করেন ও অ্যাম্বুলেন্সের জন্য সেতু ব্যবহার করা যাবে বলে জানান।
বীরেন্দ্র সেতু বন্ধ থাকায় নিত্য অসুবিধায় পড়ছেন বহু মানুষ। ব্যবহৃত হচ্ছে বিভিন্ন বিকল্প রাস্তা। অন্যদিকে লোড টেস্টিং-এর কাজ দ্রুত শেষ করতে রাতেও বীরেন্দ্র সেতুর উপর চলছে কাজ।