মেদিনীপুরে তৃণমূলের পোস্টারে দুর্গা মমতা, অসুর মোদি-শাহ, বিরোধীরা ছাগল, তীব্র রাজনৈতিক বিতর্ক

মেদিনীপুরে তৃণমূলের পোস্টারে দুর্গা মমতা, অসুর মোদি-শাহ, বিরোধীরা ছাগল, তীব্র রাজনৈতিক বিতর্ক

আসন্ন পৌরসভার ভোটে মেদিনীপুরে তৃণমূলের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় দশভুজা, নরেন্দ্র মোদীঅমিত শাহ অসুর, বিরোধীরা বলিপ্রদত্ত ছাগল। তা কেন্দ্র করে তীব্র বিতর্ক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক অলিন্দে।

মেদিনীপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অনিমা সাহা। তাঁরই প্রচারের ব্যানারে দশ হাতে দশ সরকারি প্রকল্প নিয়ে দুর্গা রূপে চিত্রিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অনিমা সাহা বর্ণিত হয়েছেন তাঁরই ‘আর এক রূপ’ জগদ্ধাত্রী রূপে। মহিষাসুরের মুখের স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। কাটা মহিষের মুখের বদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুন্ডু। এখানেই শেষ নয়। বলি প্রদত্ত ছাগল গুলির গায়ে কংগ্রেস, বিজেপি ও সিপিএম এর প্রতীক। খড়গ হাতে বলির আগে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে, “বল তোরা কাকে ভোট দিবি?” ছাগলদের জবাব, “আমাদের ভোট তৃণমূলে।”

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

এই ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে মেদিনীপুরে। নির্বাচন কমিশনঅভিযোগ জানাতে চলেছে বিজেপি। বিজেপির স্থানীয় ওয়ার্ড সভাপতি বিপুল আচার্যর বক্তব্য, নেতা-নেত্রীরা দেবদেবীর স্থানে বসে গিয়ে সনাতন ধর্মকে অপমান করেছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী অনিমা সাহা বলেছেন, ‘দ্রুত ব্যানার সরাতে বলেছি। এই ধরনের ব্যানার যে বা যারাই করেছেন, জিনিসটা ঠিক করেননি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ