চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফ্যান ক্লাব ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবের উদ্যোগে মহামেডান সিজন বুক ২০২১-২২ প্রকাশ করলেন মনোজ তিওয়ারি। গত রবিবার অর্থাৎ ১৯ শে মার্চ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সিজন বুক প্রকাশ রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী তথা বাংলার ক্রিকেট দলের অধিনায়ক। সেই সঙ্গে সদস্য সমর্থকদের বিচারে মহামেডানের অফিসিয়াল ফ্যান ক্লাবের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা ‘বর্ষসেরা জেলা শাখা’র সম্মান পেল।

জনপ্রিয় খবর:  Medinipur : সুফি সাধক মস্তান বাবার জলসা আন্ধারিয়া গ্রামে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম

ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মহামেডান সিজন বুক ২০২১-২২ প্রকাশ করেন মনোজ তিওয়ারি। বইটি লিখেছেন লেখক প্রশান্ত গুপ্ত। উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র অফিসিয়াল বেলাল আহমেদ খান, প্রাক্তন সম্পাদক দানিশ ইকবাল, আইএফএ সহ-সভাপতি সৌরভ পাল, মহামেডান ক্লাবের দুই প্রাক্তন ফুটবলার আব্দুল খালেক ও আবিদ হোসেন, ফ্যান ক্লাবের সভাপতি মহঃ মিরাজ, সম্পাদক সেখ নাজিবুল হাসান প্রমুখরা৷

জনপ্রিয় খবর:  Medinipur : বেহাল নারায়ণগড়ের ঠাকুরচক বাজার থেকে খালিনা পর্যন্ত রাস্তা! উঠছে সংস্কারের দাবি

এইদিনের অনুষ্ঠানে সামগ্রিক কার্যকলাপের ভিত্তিতে ও নিজ জেলাতে ফুটবলের অগ্রগতির কর্মসূচির নিরিখে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফ.সি’ ফ্যান ক্লাবের ২৫ টি জেলা শাখার মধ্যে ‘বর্ষসেরা জেলা শাখা’র সম্মান পায় পশ্চিম মেদিনীপুর। জেলা শাখার সেখ আজহার উদ্দিন, সেখ আরমানদের হাতে সাম্মানিক শংসাপত্র ও মোমেন্টো তুলে দেন মহামেডান ও ফ্যান ক্লাবের অফিসিয়ালরা। মহামেডান সমর্থক সেখ আনোয়ার হোসেনকে ‘মহামেডান পাগল’ খেতাবে ভূষিত করা হয়।