বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর সঙ্গে অশান্তি। সদ্যোজাত সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করলেন মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকায়।

জানা গিয়েছে, সোনাই টুডু এবং স্ত্রী মালতি টুডুর সদ্য ১৮ দিন আগে সন্তান হয়। অভিযোগ, বছর দুয়েক আগে তাঁদের বিয়ের আগে থেকেই স্বামী সোনাই টুডুর সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল। বিবাহের পরেও সেই সম্পর্ক জারি রেখেছিলেন সোনাই৷ যা নিয়ে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। প্রতিবেশীদের বক্তব্য, সোনাই প্রায়শই স্ত্রী মালতিকে মারধরও করতেন। শনিবার বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে প্রতিবেশী গিয়ে দেখেন ১৮ দিনের সদ্যোজাত সন্তানের মৃতদেহ পড়ে রয়েছে এবং গলায় দড়ি দিয়ে ঝুলছেন মালতী।

প্রতিবেশীদের প্রচেষ্টায় আত্মহত্যার প্রচেষ্টা করা মালতী প্রাণে বাঁচলেও, তিনিই সদ্যোজাত সন্তানটিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে দাবি। মালতীর স্বামী সোনাই পলাতক। শান্তিনিকেতন থানার পুলিশ শিশুটির মা, দাদু-সহ ওই পরিবারের মোট ৪ জনকে আটক করেছে। বোলপুর মহকুমা হাসপাতালে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।