“পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুল ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে”- তৃণমূল নেতা মুকুল রায়

ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল! আগামী সমস্ত পুর ভোটে বিজেপিই জিতবে! সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল রায়ের।

এদিন বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়, অনুব্রত মন্ডল সহ অন্যান্য তৃণমূলের বিভিন্ন রাজ্যের নেতা ও কর্মীরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে মুখ ফসকে ভারতীয় জনতা পার্টি বলে ফেলেন মুকুল রায়। সেই থেকেই এই বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

স্থানীয় সূত্রের খবর , বিধানসভার পর থেকে দীর্ঘদিন সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি মুকুল রায়কে। তবে আজ দলীয় বৈঠক সূত্রেই বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুব্রত মন্ডল ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক শেষে বেরিয়ে আসার পরেই তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। তারা মুকুল রায়কে পুরনির্বাচনে তৃণমূলে রণকৌশল নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জবাবে মুকুল রায় জানান, ‘এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুল ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে’।

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

মুকুলের এহেন মন্তব্য রীতিমত অস্বস্তিতে পড়ে যান অনুব্রত মন্ডল সহ অন্যান্য নেতারা। তাই পাশ থেকে সঙ্গে সঙ্গে অনুব্রত মন্ডল মুকুল রায়কে ভুল ঠিক করে দেওয়ার চেষ্টা করেন। এরপরই নিজের ভুল বুঝতে পেরেই সেটাকে ঠিক করার জন্য ‘তৃণমূল তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল’ এই বিস্ফোরক মন্তব্যটি করে বসেন। এই নিয়ে বর্তমানে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

তবে এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতারা জানান, ‘মুকুলদা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। তার এই অসুস্থতা এখনো ঠিক ভাবে কাটেনি। তাই তিনি অনিচ্ছাকৃতভাবে এরকম ভুল কথা বলে ফেলেছেন’।

প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানিয়েছেন ,’মুকুল কয়েক মাস আগেই নিজের স্ত্রীকে হারিয়েছেন, তারপরেই ছেলের শরীর খারাপ হয়, ছেলেটি পর মুকুলও গুরুতর অসুস্থ হয়ে। ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তাই দলের অনেককাজেই থাকে না। অসুস্থতার জেরে মুকুল মাঝে মাঝেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তবে আমরা সবাই কামনা করছি মুকুল খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ