Medinipur : অল্প ঝড়েই নির্মীয়মান বহুতলে ভাঙন, নির্মাণের অনুমতি নিয়ে প্রশ্ন তুলে স্মারকলিপি পৌরপ্রধানকে

Medinipur : অল্প ঝড়েই নির্মীয়মান বহুতলে ভাঙন, নির্মাণের অনুমতি নিয়ে প্রশ্ন তুলে স্মারকলিপি পৌরপ্রধানকে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
মেদিনীপুর শহরের আনাচে কানাচে জনবহুল এলাকায় পুরাতন আবাস ভেঙে প্রায়শই বহুতল নির্মিত হতে দেখা যাচ্ছে। বুধবার বিকেলে কালবৈশাখীর অল্প ঝড়েই মেদিনীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সংগতবাজার এলাকায় ভেঙে পড়লো তেমনই একটি নির্মীয়মান বহুতল। যদিও সৌভাগ্যের বিষয় কেউ এই ঘটনায় আহত হননি।

Medinipur : অল্প ঝড়েই নির্মীয়মান বহুতলে ভাঙন, নির্মাণের অনুমতি নিয়ে প্রশ্ন তুলে স্মারকলিপি পৌরপ্রধানকে
নির্মীয়মান বহুতল

আরও পড়ুন:  Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

মেদিনীপুর শহরের স্কুলবাজার থেকে জগন্নাথ মন্দির চক রাস্তায় সঙ্গতবাজার এলাকায় পুলিশ ফাড়ির বিপরীতে ৯ তলা বিশিষ্ট বহুতল নির্মিত হচ্ছে৷ জনবহুল এলাকায় এই রকম বহুতল নির্মাণের অনুমতি নিয়েই উঠছে প্রশ্ন। অভিযোগ, পৌরসভার বহুতল নির্মাণের নিয়মকানুন মানা হচ্ছে না৷ বুধবার বিকেলে এই বহুতলেরই একাংশ ভেঙে পড়ে পাশের একটি হোটেলের উপর।

আরও পড়ুন:  Rajesh Mahata : আটকের পর বদলি! মেদিনীপুরের শিক্ষক রাজেশের নতুন স্কুল কোচবিহারে

Medinipur : অল্প ঝড়েই নির্মীয়মান বহুতলে ভাঙন, নির্মাণের অনুমতি নিয়ে প্রশ্ন তুলে স্মারকলিপি পৌরপ্রধানকে
পৌরপ্রধানকে স্মারকলিপি

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ধরণের নিয়ম না মেনে বহুতল নির্মাণ পৌর এলাকায় নতুন ঘটনা নয়। এই ধরণের নির্মাণে আশেপাশের ঘনজনবসতিপূর্ণ এলাকাগুলির বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বেআইনি বহুতলগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সঙ্গতবাজার এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার পৌরপ্রধান সৌমেন খানের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ