চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ। সেই গরমে জেলাশাসক দফতরে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়ে সংজ্ঞা হারালেন বিডিও। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলাশাসক দফতরে৷

জানা গিয়েছে, এইদিন তমলুকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে বৈঠক চলছিল। হঠাৎই বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন নন্দকুমারের বিডিও সানু বক্সি। তৎক্ষনাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। সিসিইউ বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা জানান, আপাতত বিডিও-র শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর সিটি স্ক্যান করানো হবে। চিকিৎসকদের অনুমান, মাত্রাতিরিক্ত গরম ও কাজের চাপে পর্যাপ্ত বিশ্রামের অভাবেই বিডিও অসুস্থ হয়ে পড়েন।

জনপ্রিয় খবর:  Paschim Medinipur : শীঘ্রই কাজ বেলদা-কাঁথি রাজ্য সড়কে, শুরু হল মাপঝোঁক